ওবামাকে ‘নির্বোধ’ বললেন কাস্ত্রো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘নির্বোধ’ বললেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। সেই সঙ্গে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে ওবামার দেওয়া বক্তব্য নিয়েও তাঁকে তুলাধোনা করেন।
বুধবার ওবামা হিসপানিক সাংবাদিকদের বলেন, কিউবার সরকার নাগরিকদের কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা দিচ্ছে। এটা দেখার পর থেকে দেশটির সঙ্গে বিদ্যমান সম্পর্ক পরিবর্তনে তিনি ইচ্ছুক।
কাস্ত্রো গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক লেখায় ওবামার এ কথার জবাব দেন। তিনি তাঁর লেখায় বলেন, ‘কী সুন্দর! কী বুদ্ধি! তাঁরা আমাদের দেশের প্রতি অবরোধ আরোপ ও অন্যায় করেছে। আমাদের জনগণকে সম্মান করেনি। ৫০ বছর পর এখন এমন কী মহত্ত্বের ঘটনা ঘটল!’
ফিদেল কাস্ত্রো বলেন, কিউবায় অনেক পরিবর্তন হয়েছে। কিউবানদের ধন্যবাদ। কারণ, তাঁরা যুক্তরাষ্ট্রের উপেক্ষা সত্ত্বেও নিজেদের চেষ্টায় তাঁরা এটা অর্জন করেছে।
মার্কিন সাম্রাজ্য ধ্বংস হবে বলে মন্তব্য করেন কাস্ত্রো। কিউবার একজন গুপ্তচরের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন আদালতের দেওয়া রায়েরও তিনি কঠোর সমালোচনা করেন।

No comments

Powered by Blogger.