নিঃশব্দ ও বিরতিহীন যাত্রা

কোনো বিরতি ছাড়াই হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে বার টেইলড গডউইট নামে একটি পাখি। হাজার মাইল পাড়ি দেওয়ার সময়, এমনকি খাদ্য গ্রহণের জন্যও বিরতি নেয় না তারা। কোনো যাত্রাবিরতি ছাড়াই অস্ট্রেলিয়া থেকে আলাস্কায় উড়ে যাওয়ার বিশ্বরেকর্ডও আছে এ গোত্রের অস্ট্রেলিয়ান পাখির। পাখির ডানার শক্তি দেখেই এ রকম একটি যাত্রীবাহী জেট বিমান তৈরির চিন্তা করলেন ডিজাইনার উইলিয়াম ব্লাক।
মোটামুটি একটি মডেলও ঠিক করেছেন তিনি। এর সবকিছুই হবে পাখিটির মতো। লকহেড স্ট্রেটোলাইনার জেট বিমান নামে পরিকল্পিত এ বিমানটিকে দীর্ঘ ভ্রমণের সময় জ্বালানিও সংগ্রহ করতে হবে না। এটি জ্বালানিসাশ্রয়ী হিসেবে তৈরি করা হবে। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি কোনো শব্দ ও বিরতি ছাড়াই অতি উচ্চতায় বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে। যদি কখনও বাতাস প্রতিকূলে থাকে তবে গডউইট পাখি ঠিক যেভাবে পরিস্থিতি বুঝে আত্মরক্ষা করে, এ জেট বিমানটিও একই ক্ষমতাসম্পন্ন হবে। জেট বিমান হলেও এটি বিকট ধরনের শব্দ করবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। ডিজাইন প্রতিষ্ঠান ইয়ঙ্কো ডিজাইনের ওয়েবসাইটে বলা হয়েছে, শব্দ উৎপাদন না করার জন্য এ বিমানটিতে চারটি ক্রায়োজেনিক হাইড্রোজেন টারবোফ্যান থাকবে। সেগুলো কম জ্বালানি দিয়ে কাজ করতে পারবে এবং বিশাল পরিমাণ জ্বালানি সাশ্রয় করবে। ওয়েবসাইটে বলা হয়েছে, যদিও এ পরিকল্পনা বাস্তবায়নের অনেক পথ এখনও বাকি তবুও ভবিষ্যতে অস্ট্রেলিয়ান পাখিটির মতো আকাশ ভ্রমণের অবারিত এ সুযোগ আসতেই পারে।

No comments

Powered by Blogger.