ভয়াবহ বিপদে মমতার তৃণমূল

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা বিধান সভা নির্বাচনে প্রায় সব আসনে জামানত জব্দ হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের৷ মমতার দল সেখানে ভোট পেয়েছে নোটার চেয়েও কম৷ অন্য দুই রাজ্যেও তৃণমূলের অবস্থাও তথৈবচ৷ ফলে এবার সংকটের মুখে মমতার দলের জাতীয়বাদী তকমা৷ অনেকেই আশঙ্কা করছেন এ নিয়ে৷
আর শাসক দলের অন্দরের সেই আশঙ্কার কথা আঁচ করেই শনিবার তৃণমূলের উদ্দেশ্যে তীব্র শ্লেষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ বললেন, ‘‘তৃণমূল আজ সর্বভারতীয় তকমা হারালো৷’’ নির্দিষ্ট কিছুর মাপকাঠির ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির স্ট্যাটাস ঠিক করে দেয় নির্বাচন কমিশন৷ সেই স্ট্যাটাসের উপর নির্ভর করেই কোনো দল জাতীয় তকমা পায়৷ আবার কোনো দল রাজ্যস্তরেই আটকে থাকে৷ এই মুহূর্তে গোটা দেশে বিজেপি, কংগ্রেসের মতো যে কয়টি দল জাতীয় তকমা পায়, সেই তালিকায় তৃণমূল কংগ্রেসও রয়েছে৷ ভারতের নির্বাচন কমিশনের নিয়মাবলী সম্পর্কে যারা ওয়াকিবহাল, তাদের একটা অংশের বক্তব্য, অন্তত তিনটি রাজ্য থেকে ১০ শতাংশ করে ভোট পেতে হবে, তার উপরই নির্ভর করছে কোনো দল জাতীয় তকমা পাবে না৷ যদিও এছাড়া এ নিয়ে আরো অনেক ব্যাখ্যা রয়েছে৷ তবে জাতীয় দল হতে পারে অনেক সুবিধা পাওয়া যায়৷ যেকোনো ভোটেই জাতীয়স্তর থেকে লড়াইয়ের ময়দানে নেমে পড়া অনেক সহজ হয়৷ তাছাড়া রাজধানী দিল্লিতে কার্যালয় গড়ার একটা জায়গাও পাওয়া যায়৷ কিন্তু সেই তকমা হারিয়ে ফেললে তা আর সম্ভব হয় না৷

No comments

Powered by Blogger.