নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা, ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ

দুর্নীতির অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত দল। গতকাল শুক্রবার সকালে তাকে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুর্নীতির অভিযোগে তাকে এ নিয়ে অষ্টমবারের মতো জিজ্ঞাসাবাদ করা হলো।
শুক্রবার নেতানিয়াহুর স্ত্রী সারাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলার তদন্ত চলছে। এর আগে পুলিশ তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগপত্র দিতেও সম্মত হয়। যদিও নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন। সিএনএন

No comments

Powered by Blogger.