মিসর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান শিগগিরই মিসর সফরে যাবেন। মিসর সফর শেষে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর পার্সটুডের। বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি যুবরাজ রোববার মিসর পৌঁছবেন।
সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন। এরপর তিনি ৭ মার্চ যুক্তরাজ্যে এবং ৯ মার্চ যুক্তরাষ্ট্রে যাবেন। উল্লেখ্য, মিসর হচ্ছে সৌদি আরবের আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্র। মিসরের ইখওয়ানুল মুসলিমিনের মনোনীত ও দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতা গ্রহণ করে। সিসির ক্ষমতা গ্রহণে সৌদি আরব সর্বাত্মক সহযোগিতা করে। এরপর থেকে সৌদি আরব ও মিসরের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে মিসর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো। বিনিময়ে সৌদি আরব মিসরের শাসককে নানা আর্থিক সুবিধা দিচ্ছে।

No comments

Powered by Blogger.