ঘৌটার দিকে এগিয়ে যাচ্ছে সিরিয় বাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌটায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের জন্য সুশৃঙ্খলভাবে এগোচ্ছে দেশটির সেনাবাহিনী। পূর্ব ঘৌটা থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা রাজধানী দামেস্কের ওপর দীর্ঘদিন ধরে মর্টার ও রকেট হামলা চালিয়ে আসছে। সিরিয়ার সেনাবাহিনীর একজন কমান্ডারের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
শুক্রবার ওই কমান্ডার জানিয়েছেন, এরই মধ্যে পূর্ব ঘৌটার বেশ কয়েকটি এলাকা সরকারি সেনারা উদ্ধার করতে এবং কিছু এলাকায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। সেনারা এখন গৌতার দিকে এগিয়ে যাচ্ছে। সিরিয়ার টাইগার ফোর্স নামে এলিট ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশ নিয়েছেন বলে তিনি জানান। এদিকে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারপন্থী বাহিনী পূর্ব ঘৌটার হারাস্তা এলাকার বেশকিছু ভবন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া পূর্ব গৌতার হাওয়াশ আদ-দাওরা এবং হাওয়াশ জ্রিকা এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পূর্ব ঘৌটায় অবস্থান নেয়া সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে ফলে সিরিয়ার সেনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে। সন্ত্রাসীদের সহিংসতা ও মানবঢাল হিসেবে ব্যবহারের কারণে যেসব মানুষ মারা যাচ্ছে তার দায়ও সরকারি সেনাদের ওপর চাপানো হচ্ছে। এ কাজে পশ্চিমা প্রচারমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করছে।

No comments

Powered by Blogger.