সিরিয়ার পূর্ব গৌতায় ত্রাণবাহী গাড়িবহর পৌঁছেছে

সিরিয়ার পূর্ব গৌতায় আন্তর্জাতিক সংস্থার ত্রাণভর্তি একটি গাড়িবহর প্রবেশ করেছে। ২০১৭ সালের ১৫ নভেম্বররের পর এই প্রথমবারের মতো সেখানে ত্রাণবাহী গাড়ি পৌঁছাল। সোমবার জাতিসংঘের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
খবর সিনহুয়ার। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ, সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের ত্রাণবাহী গাড়ি বহর সোমবার দৌমায় প্রবেশ করেছে। শহরটি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত। তিনি জানান, দলটি ২৭ হাজার ৫ শ’ লোকের জন্য প্রয়োজনীয় খাবারের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করছে।

No comments

Powered by Blogger.