পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগ নিতে হবে

পাটের জিন বিন্যাস আবিষ্কার থেকে শুরু করে পাট থেকে নতুন নতুন পণ্য তৈরির বিষয়টি আমাদের আশাবাদী হতে উদ্বুদ্ধ করছে। প্রশ্ন হল সোনালি আঁশ খ্যাত পাট থেকে তৈরি পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে আমরা কতটা প্রস্তুত? লক্ষ করা যায়, পাটের তৈরি ব্যাগ সর্বত্র পাওয়া যায় না। এটি একটি উল্লেখযোগ্য সমস্যা।
আবার অনেকে জানেই না বাজারে নানা রকম পাটের ব্যাগ আছে এবং তা স্বাস্থ্যসম্মত। মাঝে মাঝে দেখা যায়, পলিথিন ব্যাগ বাজার থেকে সরিয়ে দিতে অভিযান শুরু হয়, কিন্তু তাতে কি আদৌ কোনো লাভ হয়? অভিযানের সময় দোকানিরা পলিথিন ব্যাগ সরিয়ে রাখে তারপর আবার তা ব্যবহার করে। এটা কেন হচ্ছে? পাটের ব্যাগ সুলভ হলে এ অবস্থার পরিবর্তন হতে পারে। পরিবেশ সুরক্ষার স্বার্থে পাটের ব্যবহার বাড়ানোর যথাযথ উদ্যোগ নেয়া দরকার। পাটপণ্য থেকে স্কুল ব্যাগ তৈরির উদ্যোগ নেয়া হলে শিশুরা এ ব্যাগ ব্যবহারের পাশাপাশি এ সম্পর্কে আরও জানতে কৌতূহলী হবে। পাট নিয়ে গবেষণার পাশাপাশি পাটপণ্য বিপণনেও যথাযথ উদ্যোগ নেয়া দরকার। শিশুদের প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। দীর্ঘমেয়াদে প্লাস্টিক পণ্য ব্যবহারে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে এসব বিষয়ে শিশুদের সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া দরকার। কর্তৃপক্ষ এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশিত।
সাঈদ চৌধুরী
সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও রসায়নবিদ
শ্রীপুর, গাজীপুর

No comments

Powered by Blogger.