প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেট মর্যাদা কেন নয় মর্মে রুল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেটের পদমর্যাদা কেন দেয়া হবে না এই মর্মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুল জারি করেছেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের দ্বৈত বেঞ্চ গতকাল এ রুল জারি করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ১২ জনকে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন উক্ত বেঞ্চ। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন ওই আদালতে এ বিষয়ে রিট আবেদন করেছিলেন। অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন শিক্ষকদের পক্ষে রিট আবেদনের শুনানি করেন।

No comments

Powered by Blogger.