এ কী করলেন ওয়ার্নার-ডি কক!

তদন্তের মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি ককের বিবাদ। ডারবান টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির পর ড্রেসিংরুমে যাবার পথে সিড়িতে বাক-বিতন্ডায় ঝড়িয়ে পড়েন ওয়ার্নার ও ডি কক। সেই আবার সিসিটিভিতে ধরা পড়ে। পরে সেটি ভাইরাল হয়। ওয়ার্নার-ডি ককের বিবাদের ফুটেজটি প্রথম প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার আউটলেট ‘ইন্ডিপেডেন্ট মিডিয়া।’ তবে এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, ‘এমন ঘটনা দুভার্গ্যজনক। এটা কোনোভাবেই খেলাটির সঙ্গে মানায় না। ম্যাচ রেফারি এ বিষয়ে দিনের খেলা শেষে কথা বলেছেন। এখনো কোন কিছু নিশ্চিত করা হয়নি। আইসিসির পরবর্তী পদক্ষেপের জন্য আমরা অপেক্ষা করব।’ এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ),
‘এমন ঘটনা তদন্ত করবে সিএ। সেখানে কি ঘটেছিল আমরা তা জানার চেষ্টা করছি।’ সিসিটিভি ফুটেজে দেখা যায় বেশ আক্রমণাত্মকভাবেই ডি কককে শাসাচ্ছিলেন ওয়ার্নার। তাকে স্বাভাবিক করতে অস্ট্রেলিয়া দলের অন্যান্য সতীর্থরা চেষ্টা করছিলেন। উসমান খাজা, টিম পাইনরা প্রথমে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দলপতি স্টিভ স্মিথের সাথে আবারো খাজা এসে ওয়ার্নারকে টানতে টানতে ড্রেসিংরুমে নিয়ে যান। এ সময় শান্ত মেজাজেই ওয়ার্নারের কথার জবাব দিচ্ছিলেন ডি কক। ওয়ার্নার-ডি ককের এমন বিবাদকে ব্যক্তিগত রেষারেষি বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার অধিনায়করা। এমন ঘটনার তদন্ত করছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। স্মিথ বলেন, ‘ওই সময় যা বলা হয়েছিল এবং যা করা হয়েছিলো তাতে উভয় পক্ষই ক্ষুব্ধ ছিল। দু’জনই বেশ তর্ক করছিল। ব্যক্তিগত বিষয় চলে আসাতেই তারা ক্ষুব্ধ হয়ে উঠে বলে আমার মনে হয়।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেন, মাঠে আম্পয়ারদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা দরকার ছিল।

No comments

Powered by Blogger.