বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত সাবেক রুশ গোয়েন্দা ব্রিটেনে অচেতন

অজ্ঞাত বস্তুর সংস্পর্শে এসে রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত দেশটির এক সাবেক গোয়েন্দা ব্রিটেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্টে পরিণত হওয়ার অভিযোগে ৬৬ বছর বয়সী সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল রাশিয়ায় অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। শীতল যুদ্ধ চলাকালীন সময়ের মতো গোয়েন্দা বদলাবদলি মাধ্যমে ২০১০ সালে তিনি ব্রিটেনে আশ্রয় নেন। রোববার যুক্তরাজ্যের সালিসবুরিতে একটি শপিং সেন্টারের বেঞ্চে এই রুশ গোয়েন্দা ও ৩৩ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে সালিসবুরির জিজজি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে পুলিশ।
যে বস্তুর সংস্পর্শে এসে তিনি অচেতন হন, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, সেখানে গণস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কিছু নেই। তারা উভয়েই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন বলে জানিয়েছে পুলিশ। রাশিয়ার সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা স্ক্রিপাল বিশ্বাসঘাতকতার দায়ে ২০০৬ সালে রাশিয়ায় অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। তাকে নিজ দেশে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। ইউরোপে গোপনে কাজ করা রাশিয়ার গোয়েন্দাদের পরিচয় ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসকে জানিয়ে দিত স্ক্রিপাল। রাশিয়া বলেছে, নব্বইয়ের দশকে তথ্য পাচারের বিনিময়ে তাকে এক লাখ ডলার দেয়া হয়েছিল। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ১০ গোয়েন্দাকে ছেড়ে দেয়ার বিনিময়ে রাশিয়া যে চারজনকে মুক্তি দিয়েছিল স্ক্রিপাল তাদের একজন। পরবর্তীতে তিনি ব্রিটেনে চলে যান। ভিয়েনা বিমানবন্দরের টারমাকে গোয়েন্দা বদলাবদলির ওই কাজটি করা হয়েছিল।

No comments

Powered by Blogger.