রাখাইনে রোহিঙ্গা নির্মূল অভিযান চলছে : জাতিসংঘ

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার দূত এ্যান্ড্রু গিলমার।-খবর এএফপির।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে মঙ্গলবার তিনি বলেন, রোহিঙ্গারা যাতে অনাহারে মারা যায়, এখন সেই ব্যবস্থা করা হচ্ছে। গিলমার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, কক্সবাজারে আমি এ পর্যন্ত যা দেখেছি, তা দিয়ে আমি কোনো উপসংহারে পৌঁছাতে পারবো না। কারণ সহিংসতার ধরণ এখন পরিবর্তন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তেv নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

No comments

Powered by Blogger.