পরকীয়ায় ঘর ছাড়লো মুন্নী

সিলেটে পরকীয়ার টানে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছে তিন সন্তানের এক জননী। সন্তানসহ পাঁচ দিন ধরে খোঁজ মিলছে না তার। এ ঘটনায় তার স্বামী সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। সিলেট নগরীর নয়াসড়কে এ ঘটনা ঘটে। নীলফামারী জেলার ডিমলা থানার ছানতাই বালাপাড়ার ব্যবসায়ী লুৎফর রহমান রাজু সস্ত্রীক সিলেট নগরীতে বসবাস করে ব্যবসা করে আসছেন। প্রথমে তিনি নগরীর তাঁতীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। এ সময় থেকে নগরীর বন্দরবাজারস্থ করিমুল্লাহ মার্কেটের চতুর্থ তলাস্থ ‘ইভস্ট কেয়ার’ নামের দোকান কর্মচারী মামুনের সঙ্গে তার স্ত্রী সীমা শারমিন মুন্নীর পরিচয় হয়। পরিচয় থেকে তার সঙ্গে গড়ে ওঠে মুন্নীর পরকীয়া সম্পর্ক। লুৎফর রহমান রাজু তিন সন্তানের দিকে চেয়ে স্ত্রীকে অবৈধ এ সম্পর্কছেদ করার জন্য চাপ দিতে থাকে। ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে মুন্নী সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লুৎফরের বিরুদ্ধে যৌতুেকর মামলা করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাবেদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় এবং মামলা তুলে  নেয়া হয়। পরে মামুনের সঙ্গে অবৈধ সম্পর্ক না রাখার অঙ্গীকারে স্বামীর ঘরে ফিরে আসে মুন্নী। কিন্তু মামুনের সঙ্গে চলতে থাকে তার গোপন অভিসার। পুনরায় মামুনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে আবারও মনোমালিন্য দেখা দেয়। এ অবস্থায় গত ৩০শে জুলাই মুন্নী তিন সন্তানসহ স্বামীর নয়াসড়কস্থ বাসা থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এরপর থেকে মুন্নীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় লুৎফর রহমান রাজু ৩১শে জুলাই সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৭০৬) করেছেন। ডায়েরি করার পর থেকে পুলিশ মুন্নী ও তার তিন সন্তানকে হন্যে হয়ে খুঁজছে। এব্যাপারে মুন্নীর মা লাভলী বেগমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মেয়ের মতো তারও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মুন্নীর পরকীয়া প্রেমিক মামুনের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

No comments

Powered by Blogger.