আইন ভাঙেন তাঁরাও

ট্রাফিক আইন ভেঙে গাড়ি চলাচল ঢাকার যানজটের বড় কারণ। সাধারণ মানুষ থেকে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা প্রতিনিয়ত ট্রাফিক আইন ভাঙছেন। আজ সোমবার এ রকম একটি চিত্র ধরা পড়ে প্রথম আলোর আলোকচিত্রী মনিরুল আলমের ক্যামেরায়। ছবিগুলো জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বিকেল সাড়ে চারটার দিকে তোলা।  ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম
তোপখানা রোডে পতাকাবাহী গাড়িটি ট্রাফিক আইন না মেনে সড়ক অতিক্রম করছে। এতে সাহায্য করছে পুলিশ। গাড়ি পার হওয়ার সময় উভয় পাশে গাড়ির জট লেগে যায়।
ছবি: মনিরুল আলম
পতাকাবাহী গাড়িটিকে পার হতে সাহায্য করছেন পুলিশের একজন সদস্য।
ছবি: মনিরুল আলম
পতাকাবাহী গাড়িটিকে পার করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকে থামার জন্য নির্দেশ দিচ্ছেন কর্মরত পুলিশ সদস্য। 
ছবি: মনিরুল আলম
পতাকাবাহী গাড়িটি উল্টো দিক দিয়ে সড়ক অতিক্রম করার পরও আটকে থাকতে হলো সেই যানজটেই।
ছবি: মনিরুল আলম
পতাকাবাহী গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো: ঘ ১০৯১৭০।
ছবি: মনিরুল আলম
পতাকাবাহী গাড়িটি টার্ন নিচ্ছে, পেছনে জট।

No comments

Powered by Blogger.