বাংলাদেশের নতুন ইতিহাস

অবাক বিশ্ব, নির্বাক ভারত। পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের। কোন নাটকীয় নয়, একেবারে সহজ জয়। ৭৯ রানের জয়ের পর ৬ উইকেটে জয়। ৫৫ বল হাতে রেখে জয়। এতো সহজে জয় আসবে ভাবাই যায় না। বিশ্বকাপের বিতর্কিত জয়ের পর ভারতের বিপক্ষে এমন প্রতিশোধ কল্পনাই করা যায় না। শক্তিশালী ভারতের বিপক্ষে এত বল হাতে রেখে নিকট অতীতে কোন দল জয় পায়নি।
ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। চার সিরিজের মধ্যে এবারই প্রথম জয়। অপেক্ষা এখন হোয়াইটওয়াশের। পাকিস্তানকে ৩-০ তে হারানোর  পর লক্ষ্য এবার  ভারত। টসে জেতা ভারতকে ২০০ রানে অলআউট করে সে পথেই এগিয়ে যায় বাংলাদেশ। মুশফিকের রান আউটের পর সাকিবের জুটি বেধে দলকে এগিয়ে নিয়ে যান লক্ষ্যপথে। সাকিব টানা দুই খেলায় ফিফটি করে অপরাজিত থাকেন ৫১ রানে। আর সাব্বির ২১ রানে।
সৌম্য সরকার আউট হওয়ার পর লিটন দাসের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহীম। সৌম্য ৩৭ বলে ৩৪ রান করে অশ্বিনের বলে লেগবিফোর উইকেট আউট হন। লিটন-মুশফিক বেশিদূর যেতে পারেন নি। ৩৮ বলে ৩৫ রান করে লিটন অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হন। দলের রান তিন উইকেটে ৯৬। এর আগে লাগাতার বড় শট খেলার খেসারত  দেন তামিম ইকবাল। দলীয় ৩৪ রানে ধাওয়াল কুলকার্নিকে উইকেট দিলেন এই বাংলাদেশ ওপেনার।  বৃষ্টির পর প্রথম বলেই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এতে ম্যাচে ৬ উইকেট পূর্ণ হয় তার। এবার মুস্তাফিজের ডেলিভারিতে সরাসরি বোল্ড আউট ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। ১০ ওভারের স্পেলে ৪৩ রানে ৬ উইকেট পেলেন মুস্তাফিজ। আর ভারতের শেষ উইকেট তুলে নিলেন বাংলাদেশের গতি তারকা রুবেল হোসেন। এতে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট ভারত। বাংলাদেশের টার্গেট ৪৭ ওভারে ২০১।
মিরপুরে হঠাৎ বৃষ্টির হানা। খেলা আপাতত বন্ধ। ৪৩.৫ ওভার শেষে ভারতের সংগ্রহ তখন ৮ উইকেটে ১৯৬। দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেট নিয়ে নায়ক হওয়ার পথে মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের পাঁচ উইকেট শিকারে ৭৯ রানের সহজ জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে দশম ক্রিকেটার হিসেবে অভিষেকে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান মুস্তাফিজ। এবার মুস্তাফিজ গড়লেন ক্যারিয়ারের শুরুর দুই ম্যাচে পাঁচ উইকেটের রেকর্ড। ওয়ানডেতে এমন আগে দেখা গেছে মাত্রই একবার। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে পেসার  ব্রায়ান ভিটরি দেখান এর আগে এমন কৃতিত্ব। রোববার রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুৃলে নিয়ে ম্যাচে পাঁচ উইকেট পূর্ণ হয় মুস্তাফিজের।  এর আগে ওভারে জোড়া আঘাত হানেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। ৩৯.৩তম ওভারে মুস্তাফিজ তুলে নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেট। পরের বলে মুস্তাফিজ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেলকে। এতে ৪৩ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫/৮এ। দলীয় ১৬৩ রানে পঞ্চম উইকেট খোয়ায় ভারত। এতে ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট পান মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ৩৪ রানে এতে সাজঘরে ফিরে যান ভারতীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। এর আগে অল্প বিরতিতে জোড়া আঘাত হানেন বাংলাদেশ বোলাররা। এতে ভেলকি দেখান নাসির হোসেন। এবার নাসির হোসেনের স্পিনে দলীয় ১০৯ রানে উইকেটের পেছনে ক্যাচ দিলেন ক্রিজে মানিয়ে নেয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আর স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই উইকেট দিয়ে সাজঘরে ফেরেন আম্বাতি রাইডু। ০ রানে রাইডুর উইকেট তুলে নেন পেস তারকা রুবেল হোসেন। এতে ২২ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১০/৪। মিরপুর শেরে বাংলা মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে  দলীয় ৭৪ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় ভারত। দলকে সাফল্য এনে দেন পার্ট টাইম স্পিনার নাসির হোসেনই।  ১২.৩তম ওভারে নাসিরের স্পিনে এলবিডব্লিউর ফাঁদে পড়েন  বিরাট কোহলি । এর আগে দিনের মাত্র দ্বিতীয় বলেই উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ভারত ওপেনার রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের এ তরুণ পেসার। দারুণ দক্ষতায় রোহিতের ক্যাচ লুফে নেন নাসির হোসেন। তবে দলীয় ৫০ রান পূরণের পথে আর কোন বিপদ দেখেনি ভারতীয়রা। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫০/১।  দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। মিডলঅর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু, পেস তারকা ধাওয়াল কুলকার্নি ও স্পিনার অক্ষর প্যাটলে সুযোগ পেয়েছেন ভারত দলে। বাংলাদেশ দলে পরিবর্তন নেই কোন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.