আফগানিস্তানে পার্লামেন্ট ভবনে তালেবান হামলা

আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে প্রচণ্ড বিস্ফোরণের পর
কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ৬ তালেবান জঙ্গি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যেক জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে হামলার সমাপ্তি হয়েছে। হামলার পর তালেবান জঙ্গীরা এ হামলার দায় স্বীকার করেছে। এ খবর দিয়েছে বিবিস। পুলিশ জানায়, হামলার সময় বড় বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। পুরো পার্লামেন্ট খালি করে দেয় পুলিশ। পার্লামেন্ট ভবনের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, সংসদ সদস্যরা দৌড়ে ভবন থেকে বের হয়ে যাচ্ছে। আফগানিস্তানে নতুন প্রতিরক্ষীমন্ত্রীর পরিচয়ের দিন এই হামলার ঘটনা ঘটলো। হামলাকারীরা পার্লামেন্টে প্রবেশ করার আগে ভবনের বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রতিরক্ষা মন্ত্রী মাসুম স্ট্যানেকজাইয়ের পরিচিতির সময় হামলা চালানো হয়েছে পরিকল্পিতভাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।

No comments

Powered by Blogger.