ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগের দায়ে ১০৯ জনকে আটক

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে মূত্রত্যাগের দায়ে ১০৯ জনকে ২৪ ঘন্টার জন্য কারাগারে পাঠানো হয়েছে। আগ্রা বিভাগের রেলওয়ে পুলিশ রেলওয়ের বিভিন্ন স¤পত্তির ওপর মূত্রত্যাগের অভিযোগে ১০৯ জনকে আটক করে। তবে পরবর্তীতে ১০০-৫০০ রুপি জরিমানা পরিশোধের পর তাদের ছেড়ে দেয়া হয়। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। রেল ষ্টেশনের প্রায় প্রতিটি কোণায় ও অন্যান্য স্থানে মূত্রত্যাগের ভয়াবহ মাত্রা অবলোকনের পর রেলওয়ের পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট গোপেশনাথ খান্না অভিযানের নির্দেশ দেন। ৪৮ ঘন্টা ধরে ১২টি রেলওয়ে ষ্টেশনে এ অভিযান চলে। আটক হয় ১০৯ জন। এদের মধ্যে ২৭ জনকে মুত্রত্যাগরত অবস্থায় আটক করা হয়। পুলিশ সুপার গোপেশনাথ খান্না বলেন, এ অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেয়া ‘সোচ ভারত’ উদ্যোগের অংশ। পুলিশ অ্যাক্টের ৩৪ ধারা মোতাবেক আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ পুলিশ কর্মকর্তা বলেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এ বার্তা দেয়া যে, যথেষ্ট হয়েছে! ৬ দশকেরও বেশি পার হয়েছে। আমাদের বাজে সামাজিক আচরণ এখনও পরিবর্তিত হয়নি। আগ্রায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে। তাই প্রকাশ্যে শিষ্টাচার প্রদর্শনে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

No comments

Powered by Blogger.