রাঙামাটিতে সংঘর্ষে আহত ১৫, ১৪৪ ধারা জারি

রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনের দিনে পাহাড়ী ছাত্র পরিষদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী শহরের হ্যাপীর মোড় থেকে পায়ে হেঁটে যাওয়ার সময় আগে থেকেই রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়া পিসিপি কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধাওয়া খেয়ে হ্যাপীর মোড়ে ফিরে আসা ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে মেডিকেল কলেজ সমর্থক অন্যান্য দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিসিপি কর্মীদের ধাওয়া দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় পিসিপি কর্মীরা ইসলামী ব্যাংক, হ্যাপীর মোড় মার্কেট, গাউছিয়া মার্কেটে ব্যাপক ভাঙচুর চালায়। পাল্টা জবাব হিসেবে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরাও শেভরন ক্লিনিক, টেলিটক কাস্টমার কেয়ার ভাঙচুর করে। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে এসএটিভির সাংবাদিক মো. সোলায়মা, আরটিভির ইয়াছিন রানা এবং ইন্ডিপিন্ডেন্ট পত্রিকার আনোয়ার হোসেন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষনিকভাবে শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

No comments

Powered by Blogger.