ফাঁসি কার্যকরের নামে কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে : অভিযোগ পরিবারের

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা যথেষ্ট আইনী সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন তার বড় ছেলে হাসান জামিল। তিনি বলেছেন, বর্তমান সরকার ফাঁসি কার্যকরের নামে তার বাবাকে হত্যা করেছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের করে তার পরিবার।
হাসান জামিল বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদে আসামির রিভিউ আবেদনের সুযোগ থাকলেও সেই সুযোগ না দিয়ে তাকে (কাদের মোল্লা) হত্যা করা হয়েছে। আদালত থেকে রায় প্রকাশের ৩৪৮ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর ১৫ দিন পর রিভিউ আবেদনের সুযোগ আছে। কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি। এমনকি তার মৃত্যুর পর পরিবারের সদস্যদের জানাজায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি এবং তার মুখও দেখতে দেয়া হয়নি। সংবাদ সম্মেলনে কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান ও তার আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.