ইসরাইলি সেনার আগ্রাসী আচরণে ফিলিস্তিনি মন্ত্রীর মৃত্যু

ইসরাইলি এক সেনা সজোরে গলা চেপে পেছনে ঠেলার সময় ফিলিস্তিনি মন্ত্রী জিয়াদ আবু এইন (৫৫) প্রাণ হারিয়েছেন। ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে। জোরে গলা চেপে ধরার পর মাটিতে পড়ে গেলে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয় কার্যভারবিহীন মন্ত্রী জিয়াদকে। কিন্তু, পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের এক ফটোগ্রাফার ও ফিলিস্তিনের এক চিকিৎসক ঘটনাটি নিশ্চিত করেছেন। ভিডিওটি অনলাইনেও ছাড়া হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে জিয়াদ আবু এইনের মৃত্যুকে ‘বর্বরোচিত ঘটনা’ বলে উল্লেখ করেছেন। ‘এ ঘটনার পর আমরা নিশ্চুপ থাকতে পারি না বা তা মেনে নিতে পারি না’ বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় আব্বাস ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তদন্তের পর এ ব্যাপারে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, ফিলিস্তিন সরকারের পক্ষ থেকেই অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন জিয়াদ। বিদেশী ও ফিলিস্তিনি মানবাধিকার ও সমাজকর্মীদের প্রায় ১০০ জনের একটি দলকে নেতৃত্বে ছিলেন তিনি। ফিলিস্তিনি ভূখ-ে ইসরাইলের অবৈধ স্থাপনাসমূহের কাছে তারা বৃক্ষ রোপণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সময় ইসরাইলি সেনাদের বাধার মুখে পড়েন। প্রায় ১৫ ইসরাইলি সেনার একটি দল সমাবেশ লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে ও হাতাহাতিতে জড়ায়। এ সময় এক সেনা সজোরে জিয়াদ আবু এইনের গলা চেপে ধরে তাকে পেছনের দিকে ঠেলতে থাকলে, তিনি চেতনা হারিয়ে মাটিতে পড়ে যান এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এদিকে ইসরাইলি সেনাবাহিনীও ঘটনাটি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে, এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য জানা যায়নি।

No comments

Powered by Blogger.