সৌদি আরবে বাংলাদেশীকে গুলি করে হত্যা

সৌদি আরবে গুলি করে হত্যা করা হয়েছে এক বাংলাদেশীকে। তার নাম রফিক তাজুল ইসলাম (৩২)। তার বাড়ি শরীয়তপুর জেলার খোলাপাড়া। তাকে যে গুলি করেছে সে একজন মুয়াজ্জিন। তার অনুপস্থিতিতে আযান দিতেন রফিক। কিন্তু রোববার ওই মুয়াজ্জিন অনুপস্থিত ছিল। ফলে এদিন আযান দেন রফিক। কিন্তু যথাসময়ে তিনি আযান দিতে পারেন নি। বিলম্বে তিনি আযান দিয়েছেন- এ অপরাধে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের রফিক ও ভারতের এক অভিবাসীর ওপর গুলি করে। এতে রফিক নিহত হন। আহত হন ভারতীয় ওই অভিবাসী। সৌদি আরবের রাজধানী রিয়াদের মাজমাহ জেলার ওরটাবিয়াহ এলাকার একটি মসজিদে রোববার আসরের ওয়াক্তের সময় আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌছুলে রক্তাক্ত অবস্থায় রফিকের মৃতদেহ উদ্ধার করে। আহত ভারতীয় কর্মী দুটি গুলির ক্ষত নিয়ে মাজমাহ জেলার কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ তার নাম প্রকাশ না করলেও জানিয়েছে সে আশঙ্কামুক্ত। পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।

No comments

Powered by Blogger.