মঙ্গলে পানির উপস্থিতি প্রাণের সম্ভাবনা

লাল গ্রহ নামে পরিচিত মঙ্গলে পানির অস্তিত্ব পাওয়া গেছে। এতে সেখানে প্রাণের সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কিউরিসিটি রোভার এমন সব তথ্য পাঠিয়েছে। কিউরিসিটির পাঠানো ছবি ও অন্য তথ্য অনুযায়ী মঙ্গলে একসময় নদীর পানি গিয়ে পড়ত এক বা একাধিক হ্রদে। এই হ্রদটির অবস্থান গ্যালেক্রেট নামের পাথুরে একটি খাদে। নাসা জানিয়েছে এই সব ছবি ও তথ্য থেকে বোঝা যায় প্রাচীনকালে মঙ্গলে এমন জলবায়ু ছিল, যার ফলে লাল গ্রহের একাধিক স্থানে বেশ কিছু হ্রদ তৈরি হয়েছিল। লাখ লাখ বছর ধরে একটি হ্রদের বুকে পলি ও বর্জ্য জমা হয়েই মঙ্গলের মাউন্ট শার্প তৈরি হয়েছে বলে দাবি করেন নাসার বিজ্ঞানীরা।

No comments

Powered by Blogger.