বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকার জন্য কারগিল যুদ্ধ

বাংলাদেশ সৃষ্টিতে ভারতের ভূমিকার পাল্টা হিসেবেই কারগিল যুদ্ধ শুরু হয়। এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। তিনি আরও দাবি করেন, তিনি সর্বক্ষেত্রে ‘ইটের বদলে পাটকেল’ নীতিতে বিশ্বাস করেন। এ খবর দিয়েছে আউটলুক ইন্ডিয়া। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের কারিগর এই সাবেক জেনারেল বলেন, বাংলাদেশ সৃষ্টিতে ও শিয়াচেন দখলে ভূমিকা ছিল ভারতের। তারা এ ধরণের অভিযান পরিচালনা করেছিল বলেই কারগিল ঘটেছে। কারগিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন মোশাররফ। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্ভব কেবল সমতা ও পারসপরিক শ্রদ্ধার ভিত্তিতে। যদি ভারত শান্তির জন্য এক কদম আগায়, তাহলে পাকিস্তান দুই কদম এগোবে। তিনি বলেন, মানুষ ভাবে আমি ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই না। আসলে ব্যাপারটা তা নয়। আমার শাসনামলে ভারতের সঙ্গে সমপর্ক ভালো ছিল। বিভিন্ন বড় সমস্যা সমাধানে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তিনি বলেন, এমনকি নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলেও বন্ধুত্বপূর্ন সমপর্ক সম্ভব। তবে ভারতের প্রতি নতজানু হয়ে নয়, বা তাদের আগ্রাসন মেনে নিয়ে নয়। যদি তারা এমন আক্রমণাত্মক আচরণ অব্যাহত রাখে, তাহলে আমরাও একই আঙ্গিকে জবাব দিতে পারি।

No comments

Powered by Blogger.