অ্যাডিলেড টেস্ট- সুসংহত অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে অ্যাডিলেড ভেন্যু স্বাগতিকদের কাছে পয়মন্ত সাব্যস্ত হচ্ছে আরও একবার। বৃষ্টির কারণে গতকাল  টেস্টের দ্বিতীয় দিন খেলা হলো মাত্র ৩০.৪ ওভার। তবে মেঘলা আকাশের ক্রিকেট মাঠে ব্যাট হাতে আলো ছড়ালেন মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারের পর ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিলেন অস্ট্রেলিয়ার এ দুই ব্যাটসম্যান । সপ্তম উইকেটে ১৬৭ রানের জুটি গড়েন ক্লার্ক-স্মিথ। এতে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে মজবুত অবস্থায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে তিনজন পৃথক অসি ব্যাটসম্যানকে সেঞ্চুরি হাঁকাতে দেখা গেল এ নিয়ে ৬ বার।  এর তিনবারই অসিরা এমন কৃতিত্ব দেখালেন অ্যাডিলেডের মাঠে। এতে গতকাল ৫১৭/৭ সংগ্রহ নিয়ে অ্যাডিলেডে  দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে গতকাল অপরাজিত থাকেন ১৬২ রানে। ২৩১ বলের ইনিংসে স্মিথ হাঁকান ২১টি বাউন্ডারি। আর অধিনায়ক মাইকেল ক্লার্কের সেঞ্চুরিটা লড়াকু নৈপুণ্যের। ইনজুরি নিয়ে অনিশ্চয়তা শেষে অ্যাডিলেড টেস্টে খেলতে নামেন মাইকেল ক্লার্ক। আর প্রথম দিন ব্যক্তিগত ৬০ রানের মাথায় পিঠের চোট নিয়ে অবসরে যান অসি অধিনায়ক। গতকাল ভারত দলে অভিষিক্ত লেগ স্পিন তারকা করণ শর্মার ডেলিভারিতে চেতেশ্বর পুজারার হাতে ক্যাচ দেয়ার আগে মাইকেল ক্লার্ক ১৬৩ বলে করেন ১২৮ রান। ইনিংসের শেষ ভাগে অল্প বিরতিতে নাইটওয়াচম্যান নাথান লায়ন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন উইকেট হারালে আম্পায়াররা দিনের খেলা শেষ করেন ৪ বল বাকি রেখেই। তবে আগের দিনের ৩৫৪/৬ সংগ্রহ নিয়ে গতকাল সকালে ক্লার্ক শুরুটা করেন স্বাচ্ছন্দ্য ব্যাটিংয়েই। গতকাল শুরুর ৬ ওভারে ৬টি বাউন্ডারি হাঁকান অসি ব্যাটসম্যানরা। ক্লার্ক হাঁকান এর তিনটি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অসি ব্যাটসম্যানরা দেখান মনোসংযোগের আলাদা উদাহরণ। বৃষ্টির বাগরায় গতকাল অ্যাডিলেডে খেলা বন্ধ হয় দু’দফা। প্রথমবার ৯৮ রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। বৃষ্টি শেষে ক্রিজে ফিরে যথারীতি সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। দ্বিতীয় দফা বৃষ্টিতে অপরাজিত ৯৮ রানে মাঠ ছাড়তে হয় মাইকেল ক্লার্ককে। বৃষ্টি শেষে খেলায় ফিরে ক্লার্কও স্বাচ্ছন্দ্যে তুলে নেন সেঞ্চুরি। প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজের স্মৃতি অসিরা তারকারা তাজা রাখেন অ্যাডিলেডের দ্বিতীয় দিনেও। সেঞ্চুরি শেষে মাঠের ‘৪০৮’ চিহ্ন আঁকা জায়গায় পৌঁছে প্রয়াত হিউজকে নিজের শতক উৎসর্গ করেন স্টিভ স্মিথ। ফিলিপ হিউজ অস্ট্রেলিয়া দলের ৪০৮তম টেস্ট ক্রিকেটার। আর গতকাল অধিনায়ক মাইকেল ক্লার্কের আবেগ প্রকাশের ধরনটা ছিল ভিন্ন। সেঞ্চুরি শেষে ক্রিজে এক হাতে ব্যাট উঁঁচিয়ে অবনত মুখে মৌন দাঁড়িয়ে হিউজের প্রতি সম্মান দেখান মাইকেল ক্লার্ক। অ্যাডিলেডে দুই দিনে ১২০ ওভারে অসি ব্যাটসম্যানরা শূন্যে ভারতীয় ফিল্ডারদের সুযোগ দেন কমই। এতে অসি ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকান মোট ৬৭ বার। ছক্কার মার নেই একটিও।
সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১২০ ওভার; ৫১৭/৭ ব্যাটিং (স্মিথ ১৬২*, ক্লার্ক ১২৮, ওয়ার্নার ১৪৫, শামি ২/১২০, বরুন ২/১৩৬, করণ ২/১৪৩)।
তৃতীয় দিন শুরু: ভোর ৫:৩০ (স্টার স্পোর্টস)

No comments

Powered by Blogger.