নিলামে কেনা নোবেল ফেরতের মহৎ দৃষ্টান্ত

জেমস ওয়াটসনের নোবেল পুরস্কারের স্বর্ণপদকটি কিনেছিলেন রাশিয়ার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি অ্যালিশার উসমানভ। কিন্তু, গত সপ্তাহে স্বর্ণপদকটি কেনার পর ফের ওয়াটসনকেই ফেরত দিচ্ছেন উসমানভ। ১৯৬২ সালে ডিএনএ’র গঠন আবিষ্কারের জন্য এ পদক দেয়া হয়েছিল ওয়াটসনকে। উসমানভ বলেন, স্বর্ণপদকটি ওয়াটসনেরই প্রাপ্য। বিজ্ঞানী ওয়াটসনকে বাধ্য হয়েই নোবেল বিক্রি করতে হয়েছে ভেবে কষ্ট পাচ্ছিলেন তিনি। ৪৮ লাখ মার্কিন ডলারে একটি নিলামে নোবেলটি কিনেছিলেন উসমানভ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ডিএনএর গঠন আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন জেমস ওয়াটসন, মরিস উইলকিন্স ও ফ্র্যান্সিস ক্রিক। তাদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক দেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত সপ্তাহে নিলাম সংস্থা ক্রিস্টি নোবেলটি বিক্রি করে। টেলিফোনে দাম হেঁকে নোবেলটি কিনে নেন উসমানভ। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছিল। এদিকে জীবিত অবস্থায় কোন নোবেল বিজয়ীর পুরস্কার নিলামে তোলার প্রথম ঘটনা ছিল এটি। জেমস ওয়াটসনের বয়স এখন ৮৬ বছর। জীবদ্দশায় নিলামে বিক্রি করা নোবেল ফেরত পাওয়ার ঘটনাও নজিরবিহীন।

No comments

Powered by Blogger.