বিমানেই জন্ম নবজাতকের

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে একজন বেশি আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে। গত মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে ফিনিক্সের উদ্দেশে বিমানটি যখন আকাশে উড়েছিল, তখন ওই যাত্রীর কোন অস্তিত্ব ছিল না। কিন্তু,সান ফ্রান্সিসকো থেকে বিমানটি আকাশে ওড়ার অল্প সময়ের মধ্যেই পৃথিবীর আলোর মুখ দেখে ফুটফুটে এক শিশু। ফলে, পাইলট বিমানটির গতিপথ পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। নবজাতক ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা উভয়ই সুস্থ রয়েছে বলে জানা গেছ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওই এয়ারলাইন্সের মুখপাত্র এমিলি স্যামুয়েলস বলেন, ক্রুদের সঙ্গে বিমানটিতে থাকা একজন চিকিৎসক ও এক নার্স প্রসবের সময় ওই নারীকে সর্বাত্মক সেবা-সুশ্রƒষা দিয়ে সহযোগিতা করেন। লস অ্যাঞ্জেলেস দমকল বাহিনীর মুখপাত্র এরিক স্কট জানান, জরুরি পরিস্থিতিতে সেবা দেয়ার জন্য দমকল বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা বিমানটিতে ছিলেন। এদিকে বিমানটি লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণ করার পর সেটি পরিষ্কার করার জন্য সেখানেই রাখা হয় এবং অপর একটি বিমানযোগে বাকি যাত্রীদের ফিনিক্সে পাঠানো হয়। ফলে, ফিনিক্সে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর বিমানটি অবতরণ করে। এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র এমিলি স্যামুয়েলস মজা করে বলছিলেন, তারা আশা করছেন সারা জীবনের জন্য তাদের এয়ারলাইনটি একজন নতুন খদ্দের পেলো।

No comments

Powered by Blogger.