‘ডিসিসি ও জেলা পরিষদ নির্বাচন না হওয়া সংবিধান বিরোধী’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও  জেলা পরিষদ নির্বাচন না হওয়াকে সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করেছেন বিশিষ্ট নাগরিকরা। তারা বলেছেন, বর্তমান সরকারের মধ্যে নির্বাচন ভীতি কাজ করছে। তাই ক্ষমতায় থাকার জন্য গত ৫ই জানুয়ারি যেনতেন নির্বাচন করেছে। সরকার নিশ্চিত যে, ডিসিসি নির্বাচন দিলে তারা জিততে পারবে না। তাই তারা নির্বাচন দিচ্ছে না। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। সুজন সম্পাদক ড. বদিউল আলম বলেন, এটা এখন সুস্পষ্ট যে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন একটি রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে। তারা যেভাবে ইচ্ছা সেভাবেই নির্বাচন দিচ্ছে। এতে অন্য কারো মতামতের কোন সুযোগ রাখছে না। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে অনির্বাচিত শাসক বিরাজ করছে। এতে সংবিধান লঙ্ঘন হচ্ছে। সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় নির্বাচনের কথা থাকলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত  কোন সরকার জেলা পরিষদ নির্বাচন দেয়নি। তিনি বলেন, রাষ্ট্র কি উদ্দেশে, কার স্বার্থে পরিচালিত হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। আসলে সরকার নাগরিকের স্বার্থে, নাকি অন্য কারো স্বার্থে  সেটা এখন খুবই অস্পষ্ট। আলোচনায় সুজন সভাপতি এম হাফিজউদ্দিন আহমেদ, সুজনের নির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, বিচারপতি এবাদুল হক বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.