ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা করা হয়েছে। জনপ্রিয় সাবেক এ ক্রিকেটারের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে। গত সোমবার পাঞ্জাবের সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহর বাড়িতে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে এ মামলা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন ডন ও বার্তা সংস্থা পিটিআই। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ আওয়ামীর প্রধান শেখ রশিদ, পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশী, আরিফ আলভি ও আসাদ উমর। মামলার অভিযোগে সানাউল্লাহ কমপক্ষে ৫০০ পিটিআই কর্মীর নাম উল্লেখ করেছেন। অভিযোগে রানা সানাউল্লাহ বলেছেন, ফয়সালাবাদে ধর্মঘটের ডাক দিয়ে অরাজকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নতিতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। তিনি বলেন, তার বাড়িতে হামলা চালানো ও ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন ইমরান ও অন্যান্যরা। হামলার জন্য সমর্থকদের উস্কে দিয়েছিলেন তারা। গত সোমবার বিক্ষোভের সময় ব্যক্তি নিহত হওয়ার পর তারা এ উস্কানি দেন। ওইদিন ফয়সালাবাদের বিভিন্ন অংশে পিটিআই ও ক্ষতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মী ও সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষে ১ জন নিহত ও ১৭ জন আহত হয়।

No comments

Powered by Blogger.