অস্কার থেকে বাদ পড়লো ভারতীয় ছবি

অবশেষে অস্কার দৌড়ে বাদ পড়লো ভারতীয় ছবি ‘লায়ারস ডাইস’। সম্প্রতি অস্কারের বিদেশী ছবি বিভাগের তালিকা থেকে বাদ পড়ে ছবিটি। এ ছবি নিয়ে এবার ভারত অনেক আশা করলেও সেটি আর পূরণ হলো না। আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারি হতে যাওয়া অস্কার অনুষ্ঠানে ৮৩টি ছবি বাছাই করা হয় এ বিভাগের জন্য। যাতে স্থান করে নেয় ভারতের ‘লায়ারস ডাইস’। তবে শেষ পর্যন্ত ছবিটি স্বল্প তালিকায় জায়গা হয়নি। বিদেশী বিভাগের ছবিতে জায়গা করে নিয়েছে ৯টি ছবি। এগুলো হলো একিউসড (নেদারল্যান্ডস), কর্ন আইল্যান্ড (জর্জিয়া), ফোর্স মেজিউর (সুইডেন), ইডা (পোল্যান্ড), লেভিয়াথান (রাশিয়া), টেনজারিনস (এসতোনিয়া), দ্য লিবারেটর (ভেনিজুয়েলা), টিম্বুকু (মাউরিটানিয়া) এবং ওয়াইল্ড টেলস (আর্জেন্টিনা)। এদিকে এ বিভাগে ভারতীয় ছবি বাদ পড়লেও অস্কারের আশা কিন্তু এবারও জিইয়ে রেখেছেন ভারত তথা বিশ্ববরেণ্য সংগীত পরিচালক এ আর রহমান। এ আর রহমানের সংগীতায়োজনে ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’, ‘মিলিয়ন ডলার আর্ম’ এবং রজনীকান্ত অভিনীত ‘কোচাদাইয়ান’ ছবির সংগীত অস্কার দৌড়ে রয়েছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো অস্কারের জন্য মনোনীত হলেন ক্যারিশমাটিক এ সংগীত পরিচালক। এর আগে ‘স্লামডগ মিলেনিয়ার’-এর ‘জয় হো’ গানের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন তিনি। এখন সময়ই বলে দেবে এ আর রহমান এবারও তার জাদু কতটা ছড়াতে পারেন অস্কার আয়োজনে।

No comments

Powered by Blogger.