ইউনূস সেন্টারে সোশাল বিজনেস ডিজাইন ল্যাব

গ্রামীণ ব্যাংক ভবনে ইউনূস সেন্টার-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ৪১তম সোশাল বিজনেস ডিজাইন ল্যাব। অন্য বারের মতো ২০শে ডিসেম্বর অর্ধ দিবসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বাংলাদেশ ও দেশের বাইরে থেকে ১৩০ জনের বেশি আমন্ত্রিত অতিথি। এই ইভেন্ট সরাসরি সম্প্রচার করে ইউনূস সেন্টার। তা সারাবিশ্বের অনলাইনে দেখা গেছে। ড. ইউনূস এই ল্যাবে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ২০১৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪০টি ল্যাবে ৪৯৬টি সামাজিক বাণিজ্যবিষয়ক প্রকল্প উত্থাপন করা হয়েছে। তিনি তা অনুমোদন করেন। এর মধ্যে ৪৭১টিতে বিনিয়োগ অনুমোদন করেন। এর বেশির ভাগ এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। ৪১তম ল্যাবে ৬টি নবীন উদ্যোক্তা তাদের ব্যবসার পরিকল্পনা তুলে ধরেন। এর ৩ জনই তরুণী। গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় পর্যায়ের ঋণ গ্রহীতা তারা। তারা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা থেকে আর্থিক সুবিধা পাবেন। ছবিতে এ সময় নবীন উদ্যোক্তা হাফসা আক্তার ও লুৎফুন নাহারের সঙ্গে ড. ইউনূসকে দেখা যাচ্ছে।

1 comment:

  1. ধন্যবাদ, অনেক কিছু জানার ছিল। আমরা অনেকে অনেক কিছুই জানি না। আপনা এই পোস্টটি দ্বারা অনেকে কিছু তথ্য জানতে পারবে।আমি আপনাকে কোন প্রকার অফার করছি না। ছোট একটি তথ্য আপনার উপকারে আসতে পারে Warehouse

    ReplyDelete

Powered by Blogger.