টাকা হলেই নারীর ক্ষমতায়ন হয় না

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নারীকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। টাকা হলেই নারীর ক্ষমতায়ন হয় না। ক্ষমতায়নের জন্য শিক্ষা এবং সচেতনতা আবশ্যক। দরিদ্রতা ও ক্ষমতায়ন এক মাত্রিক নয়। সুতরাং, সব প্রেক্ষিত থেকেই দরিদ্রতা এবং ক্ষমতায়নকে দেখতে হবে। এখন সময় এসেছে ক্ষুদ্র থেকে উঠে আসার। গ্রহীতার প্রয়োজন অনুযায়ী তাকে সহায়তা দিতে হবে। গতকাল ‘নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র অর্থায়ন: সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ন্যাশনাল ককাস ফর উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্ট আয়োজিত সভাটি রাজধানীর পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভানেতৃত্ব করেন ন্যাশনাল ককাসের চেয়ারপার্সন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিম। এ ছাড়া পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, এমআরএ-র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। খলীকুজ্জমান বলেন, নারী ক্ষমতায়ন পুরুষের দান নয়। এটা তাদের প্রাপ্য। ক্ষমতায়ন হওয়া নারীর অধিকার। এ অর্থনীতিবিদ বলেন, ২০০৬ সালের জরিপ অনুযায়ী ৭ শতাংশ ঋণ গ্রহীতা দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠতে পেরেছেন। সমপ্রতি আরেকটি জরিপে ১০ শতাংশের কথা উঠে এসেছে। কাজেই ঋণ পরিশোধ করলেই উন্নয়ন বা সমৃদ্ধি হয়েছে, তা বলা যাবে না। আবদুল করিম ন্যাশনাল ককাস প্রণীত সুপারিশের সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং সুপারিশসমূহ পিকেএসএফ-এর কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিগণ জেন্ডার সংবেদশীল ক্ষুদ্র অর্থায়নের পক্ষে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেন এবং এ ব্যাপারে নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও অঙ্গীকার করেন।

No comments

Powered by Blogger.