আরও ৫৫ জঙ্গিকে ফাঁসি দেবে পাকিস্তান

পাকিস্তানে মৃত্যুদ-প্রাপ্ত ৫৫ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করবে পাকিস্তান। প্রেসিডেন্ট মামনুন হুসেইন সম্প্রতি তাদের ক্ষমাভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেন। আগামী কয়েকদিনের মধ্যেই ওই জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হবে। এর আগেও দোষী সাব্যস্ত ৫৫ জঙ্গি ক্ষমাভিক্ষার আবেদন জানিয়েছিল। কিন্তু, আন্তর্জাতিক চাপের আশঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাদের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেননি। এ খবর দিয়েছে অনলাইন ডন। গতকাল রাতে ফয়সালাবাদের জেলা কারাগারে ৪ জঙ্গির মৃত্যুদ- কার্যকর করা হয়। সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা। কয়েক বছর আগে সামরিক আদালতে মৃত্যুদ-ের রায় দেয়ার পর জুবাইর আহমেদ, রশিদ কুরেশী, গোলাম সারোয়ার ভাট্টি ও আখলাক আহমেদের ফাঁসি কার্যকর করা হয় গতকাল। গত ১৬ই ডিসেম্বর পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ স্কুলশিশুসহ ১৪৫ জনের নিহত হওয়ার পর মৃত্যুদ- কার্যকরের ওপর যে নিষেধাজ্ঞা জারি ছিল, তা প্রত্যাহার করা হয়। বর্বরোচিত ওই হত্যাযজ্ঞের ৩ দিন পর দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। পাকিস্তানে গত ৬ বছরে জঙ্গি কর্মকা-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কমপক্ষে ৮,০০০ মৃত্যুদ-ের রায় দেয়া হয়। কিন্তু, নিষেধাজ্ঞার কারণে রায়গুলো কার্যকর করা হয়নি। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় প্রাণভিক্ষা আবেদনের প্রেক্ষিতে সেগুলো বিবেচনা করার ক্ষেত্রে সরকারের কোন বাধা থাকবে না।

No comments

Powered by Blogger.