ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি সিরিয়ার

ইসরাইলের দখলকৃত গোলান হাইটস অঞ্চলের কাছে সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাদর গ্রামের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ায় প্রায় ৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের প্রথম থেকেই ইসরাইল বেশ কয়েকবার সিরিয়ায় হামলা চালিয়েছে। 
অধিকাংশ হামলাগুলোতেই মিসাইলের মতো গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করার দাবি করেছেন ইসরাইলি কর্মকর্তারা। ইসরাইলের দাবি, এ অস্ত্রগুলো প্রতিবেশী রাষ্ট্র লেবাননে ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন ও ইসরাইলের দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহর হাতে চলে যেতো। গত সপ্তাহে সিরিয়ার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ও লেবাননের সীমান্ত-সংলগ্ন দিমাস শহরতলিতে ইসরাইলি জেট বোমা হামলা চালিয়েছে। কুনেইত্রা অঞ্চলে এর আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সদস্যরাও রয়েছে।

No comments

Powered by Blogger.