খালেদার সভা ঘিরে গাজীপুরে উত্তাপ

গাজীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলার রাজনীতিতে। সমাবেশ করতে অনড় বিএনপি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ একই স্থানে সমাবেশ আহবান করেছে। তারা খালেদা জিয়াকে প্রতিহতেরও ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি এ সমাবেশ ঘিরে জেলার রাজনীতিতে বইছে উত্তাপ। রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগও খালেদা জিয়ার সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার না করলে সারা দেশে কোথাও তাদের সমাবেশ করতে দেয়া হবে না। এদিকে আগামী ২৭শে ডিসেম্বর গাজীপুরে অনুষ্ঠিতব্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা সফল করতে গাজীপুরে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ, প্রচারপত্র বিলি করছেন। সোমবার সকালে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজার ও আশপাশ এলাকায় জিয়া পরিষদের জেলা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলমের নেতৃত্বে গণসংযোগ, প্রচারপত্র বিলি করা হয়। এসময় জিয়া পরিষদের নেতা আসাদুজ্জামান সোহেল, মাফিকুর রহমান সেলিম, মেহেদী হাসান জনি, বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা জামান প্রমুখ উপস্থি ছিলেন। ২৭শে ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভার নির্ধারিত তারিখ রয়েছে। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জোটের পক্ষ থেকে বলা হয়েছে। পূর্ব নির্ধারিত এ সমাবেশ সফল করতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.