র‌্যাব-পুলিশ ছাড়া মাঠে আসুন -আ’লীগকে ফখরুলের চ্যালেঞ্জ

আওয়ামী লীগ নেতাদের র‌্যাব-পুলিশ ছাড়া মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের দায়িত্বশীলরা বলছেন- বিএনপির গায়ের চামড়া তুলে নেবে। পুলিশ-র‌্যাব ছেড়ে আওয়ামী লীগ মাঠে নামুক, দেখি কে কার চামড়া তুলে নেয়, ঠ্যাং ভেঙে দেয়-  জনগণই এর উত্তর দেবে। সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পৌর মুক্তমঞ্চে আয়োজিত জেলা বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সরকারের উদ্দেশে মির্জা আলমগীর বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে- সেটা ভাল কথা। তার ঘুষ না খাক, ভাল থাকুক। কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি? তাদের জীবন আজ দুর্বিষহ। বিদুৎ-গ্যাসসহ সব কিছুর দাম বাড়ছে। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা বলে। তাই যদি হয় তাহলে ভোটের অধিকার কেন কেড়ে নেয়া হবে, সত্য কথা বলার জন্য কেন জেলে নেয়া হয়। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কেন অসংখ্য মামলা দেয়া হয়। গুলি করে কেন মানুষকে হত্যা করা হয়। পঙ্গু করা হয়। দেশের মানুষ কি এই গণতন্ত্র চায়? তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও  প্রশাসন সবই ধ্বংস করেছে। সমগ্র দেশের মানুষ আজ কারাগারে আবদ্ধ। মির্জা আলমগীর বলেন, তারেক রহমান লন্ডনে ইতিহাস ও  বইপত্রের আলোকে কিছু কথা বলেছেন। আর তাতেই আওয়ামী লীগের গায়ে আগুন ধরে গেছে। তারেক ভুল বলে থাকলে বইপত্র নিয়ে এসে তারা এর প্রমাণ করুক। এটিকে কেন্দ্র করে খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে যাচ্ছেতাই কথা বলছে আওয়ামী লীগ। গালাগাল করছে। জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও উকিল আবদুস সাত্তার ভূইয়া, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য কাজী মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রমুখ।

No comments

Powered by Blogger.