মায়ের মৃত্যুর তিনমাস পর শিশুর জন্ম!

ইতালির মিলানে মায়ের মৃত্যুর তিনমাস পর এক সন্তানের জন্ম হয়েছে। ডেইলি মেইল জানায়, মায়ের মৃত্যু হয়েছিল তিনমাস আগে। তবে বাচ্চা বেঁচে ছিল মায়ের গর্ভে। অবশেষে ১৯ ডিসেম্বর সেই বাচ্চার জন্ম হয়। বাচ্চাটি সুস্থ আছে বলেই জানিয়েছে চিকিৎসকরা। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশুটির মা। তবে দিন কয়েকের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই নারী তখন ৬ মাসের গর্ভবতী। মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলেও তার বাকি অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। ফলে চিকিৎসকরা ওই নারীকে লাইফ সাপোর্টে প্রায় তিনমাস বাঁচিয়ে রাখে। ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের পর বাচ্চাটির জন্ম হয়।
এক চিকিৎসক জানান, ‘এটা আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু শিশুটির মায়ের পরিবারের জন্য আমরা খুবই দুঃখিত।’ এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ায়। ডাকাতদের গুলিতে মারা যান এক নারী। তখন তিনি ১৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। ওই সময়ও চিকিৎসকরা ওই নারীকে লাইফ সাপোর্টে রেখে বাচ্চাটিকে বাঁচিয়ে দেন।

No comments

Powered by Blogger.