শেলা নদীর তেল সংগ্রহ করছেন গ্রামবাসী

হাঁড়ি-পাতিল আর চটের বস্তা নিয়ে সুন্দরবনের শেলা নদীতে ট্যাংকার দুর্ঘটনায় ছড়িয়ে পড়া তেল সংগ্রহে নেমেছেন গ্রামবাসী। রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ঠিকাদার তাদের কাছ থেকে ওই তেল কিনে নিচ্ছেন ৩০ টাকা লিটার দরে। প্রথম পাঁচ ঘণ্টায় এভাবে ৩৪০০ লিটার তেল কেনা হয়েছে। বন বিভাগের সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আগের দিনের ঘোষণা অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও বনবিভাগের তত্ত্বাবধানে শুক্রবার সকাল ৮টা থেকে  তেল সংগ্রহের কাজ শুরু হয়। শেলা নদীর জয়মনি থেকে আন্ধারমানিক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিভিন্ন খালে এই কাজ চলছে। এর আগে গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে গত মঙ্গলবার ভোরে অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি।

No comments

Powered by Blogger.