বেড়েছে শীত, কমেছে কুয়াশা

আগের দিনের চেয়ে কুয়াশার দাপট আজ শুক্রবার কিছুটা কম। তাই সূর্য যেন মুখ তুলে চেয়েছে। কিন্তু সূর্যের কাছে কাবু নয় শীত। আজ ঈশ্বরদীতে এ মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও চলছে শীতের দাপট। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বাতাসের কারণে কুয়াশা কমে গেছে। তবে কুয়াশার ভাব কেটে যেতে আরও দুই থেকে তিন দিন লাগবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, এ মাসের ২০ তারিখের দিকে দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

No comments

Powered by Blogger.