ইসরাইলের ক্ষতি হিসাবের চেয়ে অনেক বেশি

ইসরাইল তার সেনাবাহিনীতে ৫০০ পঙ্গু সৈনিকের উপস্থিতির কথা স্বীকার করায় এটাই প্রমাণ হয় যে, গাজা উপত্যাকায় সাম্প্রতিক হামলায় তারা যে হিসাব প্রকাশ করেছে, তার চেয়েও বেশি ক্ষতির শিকার হয়েছে। গাজার প্রতিরোধ আন্দোলন হামাস এ মন্তব্য করেছে।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বুধবার বলেন, ইসরাইল সরকারিভাবে যে হিসাব দিয়েছে, তাদের ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি। ইসরাইল সংবাদপত্র মারিভ জানিয়েছে, গাজা যুদ্ধের সময় ১,৬২০ ইসরাইলি সৈন্য আহত হয়েছে। পত্রিকাটি জানায়, এই সংখ্যাটি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষ যোগ্যতার কথা প্রমাণ করছে। এতে বলা হয়, গাজা হামলার সময় যে আঘাত পেয়েছিল, তাতে ৫০০ সৈন্য পঙ্গু হয়ে গেছে বলে ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে। আর এর জন্য সেনাবাহিনীর পুনর্বাসন বাজেট করতে হবে ৩.৩ বিলিয়ন শেকেল (০.৮৪ বিলিয়ন ডলার)।
সূত্র : মিডল ইস্ট মনিটর।

No comments

Powered by Blogger.