নারায়ণগঞ্জের জনসভায় বাধা দেয়ার অভিযোগ বিএনপির

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নারায়ণগঞ্জের জনসভায় বাধা দেয়ার অভিযোগ করেছেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, খালেদা জিয়ার জনসভার কথা শুনলেই ক্ষমতাসীনরা মূর্ছা যান, তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের জনসভাকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী দ্বর্ুৃত্তরা বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। নারীদের সঙ্গেও অশোভন আচরণ করা হচ্ছে। জনসভায় যাতে না আসে সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। আজ সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, সকল বাধা অতিক্রম করে নারায়ণগঞ্জে খালেদা জিয়ার জনসভায় আশপাশের জেলাগুলো থেকে মানুষ কাতারে কাতারে সমাবেশে যোগ দেবে।  জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের লাগানো ব্যানার, ফেস্টুন, তোরণ ভাঙা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিএনপি নেতা ইব্রাহিম, যুবদল নেতা দেলয়োর, তারা মিয়া ও আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া রূপগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হাওয়া বেগম ও জাসাস নেতা আলমগীরের বাড়িতে আওয়ামী লীগ নেতা বজলুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের  বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। তারা দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গ্রেপ্তার হওয়া  নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সরকারকে মহামাশুল দিতে হবে। তাদের কা-জ্ঞান যদি ফিরে না আসে, তবে অধিকারহারা জনগণ প্রবল প্রতিরোধে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাবেই।

No comments

Powered by Blogger.