কুতুবদিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কমিউনিটি ইন্টারেকটিভ সভা অনুষ্টিত by হাছান কুতুবী

কুতুবদিয়ায় নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয় কমিউনিটি ইন্টারেকটিভ সভায় পরিকল্পিত পরিবার গঠন এবং পসূতি মা-শিশুর প্রতি অধিক যত্নশীল হওয়ার জন্য গুরুত্বারোপ করা হয়। মা-শিশুর মৃত্যু হার কমাতে বিষয়ের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য উপস্থিত কমিউনিটি লিডারদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। ইউএনএফপির সহযোগীতায় এমসি এইস সার্ভিসেস ইউনিটের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ সভা বাস্তবায়ন করেছে। বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাকের উল্লাহ বিএসসির সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে সোমবার অনুষ্টিত সভায় কক্সবার জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা.দীপক তালুকদার প্রধান অতিথি ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন ও ইউএনএফপির কক্সবাজার প্রতিনিধি নজমুল হাসান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র সভায় স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন। লেমশীখালী ইউনিয়ন প.প.পরিদর্শক নাজেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বড়ঘোপ ফাজিল মাদ্রাসার অধ্যাপক হাফেজ মাওলানা মুহাম্মদ হাছান, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া হাই স্কুলের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন, শিক্ষিকা জিন্নাত আরা ও মাওলানা জাফর আলম এতে বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে ইউপি মেম্বার নাছির উদ্দিন, আবুল কালাম, আখতার উদ্দিন, রেজাউল করিম, সালাউদ্দিন, ফরিদা জাফর, রোকছানা বেগম ও সেলিনা আখতারসহ প.প.বিভাগের মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.