তেজগাঁওয়ে তেলবাহী ট্যাংকে আগুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত মোড়ে ফিলিং স্টেশনের পাশে তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। এতে তেলের ট্যাংকারটি সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদ উজ্জামান জানান, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সরণি (টঙ্গী ডাইভারশন রোড) তিব্বত মোড়ের কাছে সততা সিএনজি ফিলিং স্টেশনে দাঁড়ানো একটি তেলবাহী ট্যাংকারে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি গাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও শিল্পাঞ্চল ইউনিটসহ ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তারা ক্রেন দিয়ে গাড়িটি টেনে রাস্তায় নিয়ে আসেন। তেলবাহী ট্যাংকারে পেট্রলজাতীয় উচ্চমাত্রার দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে পানির পরিবর্তে ফোম ব্যবহার করা হয়। ফরিদ উদ্দিন জানান, রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

No comments

Powered by Blogger.