লতিফ সিদ্দিকী আসলে কোথায়?

লতিফ সিদ্দিকীর অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রশ্ন এসেছে লতিফ সিদ্দিকী আসলে কোথায়। তার আইনজীবী নুরুল ইসলাম সুজন সকালে বলেছেন আবদুল লতিফ সিদ্দিকী জামিন নিতে হাইকোর্টে এসেছেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। গণমাধ্যম নিজ দায়িত্বেই সংবাদ প্রকাশ করেছে। সকাল থেকেই গুঞ্জন ছিল লতিফ সিদ্দিকী হাইকোর্টে জামিন নিতে আসছেন। গতকাল রাতে আচমকা দেশে আসার পর তাকে গ্রেফতার না করায় লতিফ সিদ্দিকী আগাম জামিন চাইতে পারেন বা আত্মসমর্পণ করতে পারেন এমন আলোচনা ছিল। তবে আদালতে আসা নিয়ে আইনজীবীর দুরকম বক্তব্যে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকীর অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

লতিফ সিদ্দিকীকে দ্রুত গ্রেফতারের তাগিদ আদালতের
ধর্মীয় অনরুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীকে আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ চেয়ে আবেদন করেছেন একটি মামলার বাদী। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলার বাদী আইনজীবী আবেদ রেজা এ আবেদন করেন। একই আদালতে তিনি লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলাবাহিনী কাছে পেয়েও গ্রেফতার না করায়  দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের আইজিকে নির্দেশ দেয়ারও আবেদন জানান। আবেদনের শুনানি শেষে সিদ্দিকীকে দ্রুত গ্রেফতারের তাগিদ দেন আদালত। আর দ্বিতীয় আবেদনটি নথিভুক্ত করেন।

No comments

Powered by Blogger.