যুক্তরাষ্ট্রে তুষার কমেছে এবার বন্যার আশংকা

যুক্তরাষ্ট্রে তুষারপাত কমে এসেছে। তবে এর ফলে বরফ গলা পানিতে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া পূর্বাভাসকারীরা। বৃষ্টিপাত হলে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে পারে বলে নিউইয়র্ক স্টেটের কর্মকর্তারা আশংকা করছেন। ঝড়ে ওই এলাকায় ১৪ জনের মৃত্যু হয়েছে। স্মরণকালের মধ্যে মারাত্মক এ তুষারপাতে ওই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর এএফপির।
বাফেলো নগরীতে সাধারণত এক বছরে যে পরিমাণ তুষারপাত হয় তিন দিনের তুষার ঝড়ে আনুমানিক সেই পরিমাণ তুষার পড়েছে। নগরীর কোনো কোনো অংশে ২.৪ মিটার (৮ফুট) পুরু বরফ জমেছে। কোনো কোনো স্থানে চলতি সপ্তাহের চেয়ে আরও ০.৯ মিটার (৩ ফুট) বেশি বরফ জমা হয়েছে। ঝড় সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই প্রচণ্ড শীতে ও হৃদরোগে মারা গেছে। অনেকে তুষার ঝড়ের কবলে পড়ে মারা যায়। প্রবল তুষার ঝড়ে রাজ্যের বেশ কয়েকটি স্থানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

No comments

Powered by Blogger.