প্রাথমিক সমাপনীতে প্রথম দিনে অনুপস্থিত দেড় লাখ শিক্ষার্থী

নিবন্ধন করেও প্রায় দেড় লাখ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়নি। রোববার সারা দেশে ওই পরীক্ষা শুরু হয়। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনিয়মের অভিযোগে ৪ জন শিক্ষককে বহিষ্কার করা হয়। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ঢাকার চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, এবার শিশুদের এই পাবলিক পরীক্ষায় সর্বমোট প্রার্থী ছিল ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। কিন্তু প্রথম দিনেই ১ লাখ ৪৩ হাজার ৪৪০ পরীক্ষার্থী অংশ নেয়নি। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৮৯ হাজার ৬৯৯ পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। কিন্তু অংশ নিয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৯৫৭ জন। এ পরীক্ষায় মোট অনুপস্থিত ১ লাখ ২ হাজার ৭৪২ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৬ হাজার ১০২ জনের অংশ নেয়ার কথা ছিল। অংশ নিয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪০৪ জন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪০ হাজার ৬৯৮ জন। সেই হিসাবে প্রাথমিক সমাপনীতে ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং ইবতেদায়িতে ৮৬ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এবার সারা দেশে ৬ হাজার ৭৯১টি কেন্দ্রে এই দুই পরীক্ষা নেয়া হচ্ছে। দেশের বাইরে ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়া হচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা নেয়া হয়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। এ পরীক্ষা শেষ হবে ৩০ নভেম্বর। পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেয়া হবে।
৪ শিক্ষক বহিষ্কার : অনিয়মের অভিযোগে মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত চার শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষকরা হলেন- শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজা নাজমুল ইসলাম, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুজ্জামান, একই স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইকুড়ী নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়াংকা খাতুন। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকালে তিন শিক্ষককে মোবাইল ফোন রাখার দায়ে ও প্রিয়াংকার বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

No comments

Powered by Blogger.