চড়েন সাধারণ বিমানে ঘুমান পাঁচতারা হোটেলে

চড়েন সাধারণ বিমানে, ঘুমান পাঁচতারা হোটেলে- ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদোকে ঘিরে সম্প্রতি এমন সমালোচনায় মুখর হয়ে উঠেছে সামালোচক গোষ্ঠী। সিঙ্গাপুরের এক স্কুলে পড়াশোনরত ছেলেকে দেখতে শুক্রবার জাকার্তা বিমানবন্দরে সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে দাঁড়ালেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো। বিমানে উঠার আগে কর্তব্যরত কর্মকর্তারা আর দশ জনের মতো উইদোদো আর তার স্ত্রী ইরানিয়ার বডি চেক করলেন। প্রেসিডেন্ট গিয়ে বসলেন বিমানের সাধারণ শ্রেণীর একটা আসনে। এই ঘটনায় হইচই পড়ে গেছে ইন্দোনেশিয়ায়।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে ব্যাপক প্রশংসামূলক আলোচনা। অবশ্য নিন্দুকেরা একে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছে। সমালোচকরা বলেছেন, উইদোদোর এ কাজ লোক দেখানো। বিমানের সাধারণ ক্লাসে ভ্রমণ করলেও সিঙ্গাপুর গিয়ে ঠিকই ব্যয়বহুল হোটেলে ঘুমিয়েছেন। জানা গেছে, উইদোদো সেখানে একটি পাঁচতারা হোটেলে উঠেছেন। খবর এএফপির। শনিবার প্রকাশিত প্রতিবেদনে এএফপি জানায়, গত সপ্তাহের শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও তার স্ত্রী সিঙ্গাপুর গমন করেন। ছেলের হাইস্কুল গ্রাজুয়েশন অনুষ্ঠান উপলক্ষে তারা দু’জন সেখানে যান। এসময় তারা বিমানের সাধারণ শ্রেণীর আসন গ্রহণ করেন। এদিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করা প্রসঙ্গে উইদোদো বলেছেন, ‘আমি ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর এসেছি। এটা কোনো রাষ্ট্রীয় সফর নয়। তাই ভিআইপি সুবিধা আমি গ্রহণ করতে পারি না।’ উইদোদোর ছেলে কাইসাং পানগারেপ (১৯) সিঙ্গাপুরের অ্যাঙ্গলো চাইনিজ ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুক্রবার সন্ধ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন।

No comments

Powered by Blogger.