‘আওয়ামী লীগ বাকশালের দিকে এগুচ্ছে’ -মির্জা আব্বাস

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাকশালের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে গণতন্ত্র থাকে না। ৭২ থেকে ৭৫ সালে বাকশাল কায়েম করা হয়েছিল। এখনও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাকশালের দিকে এগিয়ে যাচ্ছে। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আগামীর বাংলাদেশ কৃষি উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তারেক রহমান দৃঢ়চেতা, দেশের মানুষের ভালবাসায় সুস্থ হয়ে ফিরে আসবেন। তুমুল আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ তাকে ফিরিয়ে নিয়ে আসবে। কোন শক্তি তাকে এয়ারপোর্টে আটকে রাখতে পারবে না। মহানগর বিএনপির এ আহ্বায়ক বলেন, ষড়যন্ত্র থাকবে, আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের এগিয়ে যাবে। সংগঠনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে  আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রোভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.