ব্রুকলিনে গাড়িচাপায় বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী কিশোর নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভূত মোহাম্মদ নাঈম উদ্দিন নামে ১৪ বছর বয়সী মেধাবী এক কিশোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য দিয়েছে। মেরুন রঙের একটি চেভি ইম্পালা গাড়ি চাপা দেয় নাঈমকে। স্কুল শেষ হওয়ার পর একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে বিকাল ৫টার পর কেইটন অ্যাভিনিউয়ের ইস্ট সেভেন্থ স্ট্রিট পার হচ্ছিল নাঈম। এ সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতক গাড়িটি। তবে, কিছুদূর যাওয়ার পরই পুলিশ ৭৮ বছর বয়সী লিন রেইনল্ডস নামের ওই ঘাতক নারী চালককে গ্রেপ্তার করে। এদিকে গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ বাংলাদেশী ওই কিশোরকে মাইমোনাইডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। এক আত্মীয় জানান, নাঈমের পরিবার সম্পূর্ণ মুষড়ে পড়েছে। এদিকে লিনের বিরুদ্ধে দুর্ঘটনাস্থল ত্যাগ ও সতর্কতা অবলম্বনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশে নাঈমের লাশ দাফন করার হবে কিনা, সে ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি শোকে মূহ্যমান পিতামাতা।

No comments

Powered by Blogger.