যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কার শুরু

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখো অভিবাসী সেখানে বসবাসের বৈধতা পেতে যাচ্ছেন। এমনকি ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দেন। তিনি নির্বাহী ক্ষমতাবলে এ আইন অনুমোদনের কথা ঘোষণা করেন। এ খবর দিয়েছে বিবিসি। এ আইনের মাধ্যমে এ সুবিধা পেতে যাচ্ছেন দেশটিতে বসবাসকারী অন্তত ৫০ লাখ অবৈধ অভিবাসী। যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তবে বারাক ওবামা’র এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ রিপাবলিকানরা। তারা ওবামা’র সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নেয়ায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইন একে অভিহিত করেছেন ‘অবৈধ ক্ষমতা প্রয়োগ’ বলে। ওবামা’র পরিকল্পনা অনুযায়ী যেসব অবৈধ অভিবাসী পিতা-মাতা অন্তত ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ও যাদের সন্তানের বৈধ নাগরিকত্ব বা বসবাসের অনুমতি রয়েছে, তারাই এ আইনের আওতায় বৈধভাবে বসবাস করতে পারবেন। সেসব অভিবাসী পিতা-মাতারা তিন বছর মেয়াদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া শিশুকালে যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসীর আগমন তারা অস্থায়ী বৈধতা পাবেন। তাদের প্রতি বারাক ওবামা বলেছেন, ছায়া থেকে বেরিয়ে আসুন এবং আইনানুযায়ী নিজের অধিকার বুঝে নিন। তার এই অভিবাসন সংস্কার কার্যক্রমকে দেখা হচ্ছে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় পরিবর্তন। তবে একে তিনি অভিবাসীদের প্রতি ‘ক্ষমা’ বলতে রাজি নন। তিনি বলেন, আমি যা বলছি তা হলো জবাবদিহিতা, সাধারণ জ্ঞান ও মধ্যপন্থা অবলম্বনের প্রচেষ্টা। যদিও এ পরিকল্পনা অনুযায়ী লাখো অভিবাসী বৈধভাবে কাজের অনুমতি পাবেন, তবে এর ফলে তারা নাগরিকত্ব বা মার্কিনিদের মতো সুবিধা পাবেন না। এ ছাড়া অতীতে অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বা মামলা রয়েছে, এমন অভিবাসীরা এ সুবিধা পাবেন না। ওবামা বলেন, যদি আপনি অপরাধী হয়ে থাকেন, আপনাকে ফেরত পাঠানো হবে। আপনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পরিকল্পনা করলে, আপনাকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর সম্ভাবনা বেড়ে যাবে। এ সিদ্ধান্ত নেয়ার আগে ওবামা জাতীয় নিরাপত্তা মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল সহ অনেক সহযোগীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। এদেরই একজন বলেন, পূর্বের প্রেসিডেন্টগণ যেভাবে নিজেদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন, ওবামাও একই উপায় অবলম্বন করেছেন। পরিসংখ্যান বলছে, ওবামা গত ছয় বছরে ১৯৩টি নির্বাহী আদেশ দিয়েছেন। এই হার তার পূর্ববর্তী প্রেসিডেন্টদের চেয়ে বেশ কম। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নির্বাহী ক্ষমতা প্রয়োগকারী প্রেসিডেন্ট ছিলেন ফ্রাংকলিন ডি রুজভেল্ট। তিনি ৮ বছরে ৩৫২২টি ক্ষেত্রে নিজে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এদিকে অভিবাসন নিয়ে প্রচারাভিযান চালানো বিভিন্ন সংস্থা বারাক ওবামা’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছে, বৈধভাবে কাজের অনুমতির মেয়াদ তিন বছরের চেয়ে আরও বেশি দেয়া উচিত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে মেক্সিকো, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও ফিলিপাইন থেকে।

No comments

Powered by Blogger.