ভারতে প্রথম ইবোলা রোগী

ভারতে প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি ইবোলা থেকে সেরে ওঠলেও তার শুক্রাণুতে এখনও ইবোলার নমুনা রয়ে গেছে। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্প্রতি ভারতীয় ওই নাগরিক লাইবেরিয়া থেকে দেশে ফিরেছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ নভেম্বর লাইবেরিয়া থেকে ২৬ বছর বয়সী ওই তরুণ ভারতে আসে। সেখানে থাকাকালীন তার ইবোলা চিকিৎসা করা হয়েছে। তবে ভারতে আসার পর তার শুক্রাণুতে ইবোলা ভাইরাস রয়ে গেছে। তার শুক্রাণু পুরো ইবোলামুক্ত না হওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না। তাকে অন্তত ওই ৯০ দিন সেভাবেই থাকতে হবে, যাতে করে তিনি কোনো যৌনসংসর্গে যেতে না পারেন। চিকিৎসকরা বলছেন, পুরুষদের শুক্রাণুতে সেরে ওঠার পরও ৯০ দিনের মতো ইবোলার নমুনা পাওয়া যায়। আর তাই ওই যুবককে একা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.